আমি নাকি তোর যোগ্য না | Bangla Backup Motivational quotes
যাবার সময় কি যেন বলে গিয়েছিলি আমি নাকি তোর যোগ্য না
তুই যার কাছে যাচ্ছিস সে নাকি তোর কাছে পারফেক্ট মানুষ
কি সুখ পেলি তার কাছে
নাকি সে তোকে বলছে তুই তার যোগ্য না
একটা সময় না তোর কথা খুব মনে পরতো
মনে হতো আর একটু পারফেক্ট হলে তুই আমার জিবনে থেকে যেতি?
তোর কাছে পারফেক্ট না হলেও আমি কিন্তু আমার মায়ের কাছে পারফেক্ট
আর ভালোই হয়েছে তোর আর আমার কোনো মিথ্যা গল্প হয়নি
আরে তুই কি ভেবে ছিলি কান্না করবো তোর জন্য
ভুলে যা
তোর জন্য আমার কোনো কান্না আসবে না
তোর মতো মেয়েদের জন্যই হাজার হাজার ছেলে নষ্ট হয়ে যায়।
না কিন্তু আমি তা করবো না
এখন আর তোর কথা ভাবি না
আমি আমার নিজেকে আরো পারফেক্ট ভাবে তৈরি করবো
একটা নতুন স্বপ্নের খুজে
যেইখানে তুই নামক কোনো বেইমানের অস্থিত থাকবে না
যে কিনা হবে আমার সব হাসি কান্না
যার মাঝে খুজে পাবো
আমি আমার পৃথিবী
About Author
0 Response to "আমি নাকি তোর যোগ্য না | Bangla Backup Motivational quotes"
Post a Comment